@laravelPWA
মহিলাদের সামাজিক দায়িত্ব
  • শিরোনাম: মহিলাদের সামাজিক দায়িত্ব
  • উৎস:
  • মুক্তির তারিখ: 13:4:50 8-6-1404

বোনেরা! জেগে উঠুন। আমাদেরকে প্রতারিত হতে দেয়া বন্ধ করার এখনই সময়। আমাদেরকে আমাদের আশেপাশের পরিবেশ ও এর প্রভাব সম্পর্কে অবশ্যই আরো সতর্ক হতে হবে। এই ক্রান্তিকালে সমাজে আমাদের ভাবমূর্তি পুনর্গঠন ও মর্যাদা বৃদ্ধির জন্য আত্মনিয়োগ করতে হবে। আমরা যদি সক্রিয় না হই, তাহলে সুবিধাবাদী ও অত্যাচারীরা আমাদের সকল অধিকার কেড়ে নেবে।

হে বোনেরা! এতদিন ধরে আমরা ঐ আধুনিকতাবাদীদের মূল্যবোধকেই গ্রহণ করে এসেছি, যারা আমদেরকে প্রগতি ও মুক্তির কথা শুনিয়েছে। অথচ বাহারি পোশাক, রং-বেরংয়ের গাড়ির বহর এবং শোষণ-প্রতারণার অন্যান্য উপায়-উপকরণ ইত্যাদির ব্যবস্থা করা হয় মহিলাদেরকে প্রদর্শনীর বস্তুতে পরিণত করার জন্য। আর এই আধুনিকতার চাহিদা মেটাতে তাদের জীবন হয় হৃদয়হীন দেহসর্বস্ব।

যেসব মহিলা সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয় তারা তাদের নৈতিক চরিত্রকে জলাঞ্জলি দিয়েছে এবং কয়েক মুহূর্তের মিথ্যা গৌরবের জন্য স্বেচ্ছায় নিজেদের মান-সম্মানকে বাণিজ্যের বস্তুতে পরিণত করেছে।

বোনেরা! মনের রাখবেন, আমাদের এই কমনীয় ত্বক খুব শিগগিরই কুঞ্চিত হয়ে যাবে। আকর্ষণীয় মুখমণ্ডল ও বাহারি পোশাকের পূজা করার পরিবর্তে মূল্যবোধের অনুসন্ধান করুন। সর্বত্র সকল দিক থেকে মহিলারা শোষিত হচ্ছে। যেসব বিভ্রান্ত লোক আমাদেরকে মূল্যবান পণ্যসমাগ্রী হিসাবে দেখতে চায়, নিজেদের মান-মর্যাদাকে তাদের হাতে সোপর্দ করবেন না।

হে ভগ্নিবৃন্দ! কেন এতো বিপুলসংখ্যক মহিলা খোদার প্রতি এবং মহিলা হিসাবে তাদের কর্তব্যের প্রতি সজাগ না হয়ে যৌন লালসার বস্তুতে পরিণত হবে? কেন আমরা হীনমন্যতায় ভুগব? পশ্চিমা আদর্শ ও উলঙ্গ সংস্কৃতি আমাদের বিনষ্ট করেছে। কেন আমরা প্রচারমাধ্যমকে আমাদের মর্যাদাহানি করার অধিকার দেব? কেন আমরা মা, স্ত্রী, শিক্ষিকা তথা মানবীয় সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আমাদের ভূমিকাকে খাটো করে দেখানোর অধিকার তাদের দেব? আমরা বহুদিন যাবৎ এই মন্দ পদ্ধতিতে শাসিত হয়ে এসেছি।

আসুন । আমরা ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হই এবং আমাদের আত্মমর্যাদা ফিরে পাবার জন্য সংগ্রাম করি, যদিও অনেক দেরি হয়ে গেছে। আমরা পরিবার-প্রতিষ্ঠানের ভিত্তি। আমরা সভ্যতার স্থপতি। মহানবী (সা.) বলেছেন : ‘একটি সমাজের অবস্থা নির্ধারিত হয় তার মহিলা সম্প্রদায়ের সচেতনতা দ্বারা।’

ভগ্নি সকল! আসুন আমরা ইসলামী মূল্যবোধ আঁকড়ে ধরার জন্য পুনরায় অঙ্গীকারাবদ্ধ হই এবং সমগ্র বিশ্বে ইসলামী বিপ্লব লালন করার উপযুক্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য কাজ করে যাই।