@laravelPWA
জুমার নামাজ ও জামাতের নামাজে মহিলারা কেন অংশগ্রহণ করতে পারবে না?
  • শিরোনাম: জুমার নামাজ ও জামাতের নামাজে মহিলারা কেন অংশগ্রহণ করতে পারবে না?
  • উৎস:
  • মুক্তির তারিখ: 13:3:58 8-6-1404

 
উত্তর: এ প্রশ্নের উত্তর পেতে কয়েকটি বিষয় সম্পর্কে জানতে হবে। মুসলিম আলেমরা এ বিষয়গুলোর ব্যাপারে একমত। বিষয়গুলো হল:
১. জুমা ও জামাতের নামাজে মহিলাদের অংশগ্রহণ ওয়াজিব বা ফরজ নয়।
 
২. তবে সমাজে বিশৃঙ্খলা (ফ্যাসাদ) সৃষ্টির আশঙ্কা না থাকলে মহিলারা জুমা এবং জামাতের নামাজে অংশ নিতে পারবে।
 
৩. কিন্তু ঘর থেকে নারীর বাইরে বের হওয়া এবং জনসম্মুখে তাদের উপস্থিতি সমাজে বিশৃঙ্খলা (ফ্যাসাদ) সৃষ্টি করে তাহলে এ ধরনের নামাজে তাদের অংশগ্রহণ জায়েজ হবে না। তবে সামাজিক কাজে নারীর অংশগ্রহণ যদি বিশৃঙ্খলা সৃষ্টি না করে, তাহলে জুমা ও জামাতের নামাজে নারী অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে।  
 
তাদের কেউ কেউ জামাতের নামাজে নারীর অংশগ্রহণকে মাকরুহ মনে করেন। কেউ কেউ এ ধরনের নামাজে নারীর অংশগ্রহণকে জায়েজ মনে করেন। আবার কেউ কেউ বলেছেন, নারীর জন্য ঘরে নামাজ পড়াই উত্তম।  
 
কোনো কোনো রেওয়ায়েতে এসেছে: রাসূল (স.)এর যুগে মহিলারা জুমা ও অন্যান্য জামাতের নামাজে অংশগ্রহণ করতেন। জিহাদে অংশগ্রহণ নারীর জন্য ওয়াজিব না হলেও কাফেরদের বিরুদ্ধে রাসূল (স.)এর সঙ্গি হয়ে অনেক নারী জিহাদে অংশ নিয়েছেন। এমনকি কিছু হাদিসে পুরুষদের বলা হয়েছে: তোমাদের স্ত্রীদের মসজিদে যেতে নিষেধ করো না।
 
তাফসিরে কুরতুবিতে সূরা আহযাবের ৫৯ নম্বর আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে: নারীর মসজিদে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপিত হয় রাসূল (স.)এর ইন্তেকালের পর সাহাবিদের যুগে।
 
অবশ্য বিভিন্ন হাদিস বিশ্লেষণ করে যা পাওয়া যায় তা হল: মহিলারা পুরুষদের সঙ্গে যত কম মেলামেশা করবে ততই ভাল। এমনকি কিছু হাদিসে এসেছে মহিলারা তাদের নামাজ যেন ঘরের মধ্য আদায় করে। পুরুষ ও নারীর মধ্যে মেলামেশার পরিবেশ সৃষ্টির মাধ্যমে সমাজে ফ্যাসাদ (বিশৃঙ্খলা) সৃষ্টি হতে পারে- এই আশঙ্কায় হয়তো এ হাদিস বর্ণিত হয়েছে।
 
কাজেই সমাজে নারীর উপস্থিতি যদি ফ্যাসাদ সৃষ্টি না করে তাহলে সার্বিক দিক বিবেচনায় নারী মসজিদে যেতে পারে। মসজিদে নারীর এ উপস্থিতি ইসলামের হুকুম-আহকাম সম্পর্কে জানতে তাদের সহায়তা করবে।(রেডিও তেহরান)
সূত্র:
১. ইমাম খোমেনী (রহ:)এর তাহরিউল ওছিলা ১ম খ: পৃ: ৪-২৩১
২. ফিকিহ আলাল মাজাহেবে আরবাআ জাজায়েরি ১ম খ: পৃ: ৩৪৯
৩. তাফসিরে কুরতুবি ১৪খ: পৃ:২৪৪
৪. ওসায়েলে শিয়া, শেখ হুর আমেলি ২ খ: জুমার নামাজের অধ্যায়, ১ও২২
৫. কানযুল উম্মাল মোত্তাকি হিন্দি, খ: ১৬, পৃ:৪১০-৪১৬
৬. সহিহ মুসলিম কিতাবুস সালাত, অধ্যায়: মসজিদ হতে মহিলাদের বের হওয়া, খ: ৪, পৃ:১৬১
৭. সহিহ বোখারী, অধ্যায়: মসজিদ হতে মহিলাদের বের হওয়া, ২/৪০৮
৮. মাছাবিহুস সানাদ বাগাভি ১/৩৯২